• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

AROHI

Basic Blogger Template Design

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • SEO
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS
Archive for October 2014

Saturday, October 18, 2014

চাঁদপুর প্রতিদিন

"এলো" নতুন সামাজিক নেটওয়াকিং সাইট সময় পেলে আপনিও ঘুরে আসুন!!!

  চাঁদপুর প্রতিদিন      Saturday, October 18, 2014     খবর , টিপস এন্ড ট্রিকস      No comments   
কখনো কি ভেবে দেখেছেন ফেসবুক, টুইটার, লিংকড-ইন, পিন্টারেস্টের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট কীভাবে চলে? তাদের আয়ের উৎস কী? উত্তর, বিজ্ঞাপন।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আমরা যা করি, তার সবকিছুই কিন্তু খতিয়ে দেখা হয়। ফেসবুকের কথাই ধরা যাক, কোথাও ‘লাইক’ দেওয়া মানে নিজের আগ্রহ প্রকাশ করা। স্ট্যাটাস বা কমেন্টসে অর্থাৎ আমাদের লেখায়ও একই রকমভাবে নিজেদের আগ্রহের বিষয়বস্তু থাকে। আর প্রোফাইলে আমরা তা-ই রাখি, যা আমাদের ভালো লাগে। ফেসবুক কর্তৃপক্ষ আমাদের ভালো লাগার বিষয়গুলোকে তথ্য বা ডেটাতে পরিণত করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিক্রি করে বিজ্ঞাপনদাতাদের কাছে। আর সে অনুযায়ী বিজ্ঞাপন দেখানো হয় আমাদের কাছে, কোনো রকম অনুমতির তোয়াক্কা না করেই। এভাবে ব্যবহারকারীকে একরকম পণ্যে পরিণত করে চলছে বাণিজ্য।
প্রচলিত এই ধারা ভেঙে ফেলে তৈরি করা হয়েছে ‘এলো (www.ello.co)’ নামের নতুন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। সাদামাটা নকশার বিজ্ঞাপনমুক্ত এই সোশ্যাল নেটওয়ার্কে মানুষের গোপনীয়তা ও নিরাপত্তাকে দেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্ব। সাত শিল্পী-প্রোগ্রামার এলোর প্রতিষ্ঠাতা। কিডরোবটের প্রতিষ্ঠাতা পল বাডনিৎজ, গ্রাফিক ডিজাইন প্রতিষ্ঠান বার্জার অ্যান্ড ফোহরের টড বার্জার ও লুসিয়ান ফোহর এবং প্রযুক্তিপ্রতিষ্ঠান মোড সেটের গেব ভ্যারেলা, জে যেসিন, ম্যাথিউ কিট ও জাস্টিন গিটলিন চলতি বছরের মার্চে নিজেদের কাজ দেখাতে ক্ষুদ্র পরিসরে এল তৈরি করেন। তবে ধীরে ধীরে মানুষের আগ্রহ বাড়তে থাকে। আর এভাবেই সর্বসাধারণের জন্য বিকল্পধারার সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে এলর আত্মপ্রকাশ। গত সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটটির জনপ্রিয়তা এত বেশি ছিল যে প্রতি ঘণ্টায় ৩৫ হাজারের বেশি মানুষ এতে নিবন্ধন করেন। তবে যে কেউ চাইলেই এলোতে যোগ দিতে পারছেন না। বেটা সংস্করণ হওয়ায় নিবন্ধন করার জন্য এলতে নিবন্ধিত কোনো সদস্যের কাছ থেকে আমন্ত্রণ পেতে হবে। তবে পরিচিত এমন কেউ না থাকলে নিবন্ধনের আমন্ত্রণ পাওয়ার জন্য ওয়েবসাইটে ই-মেইল ঠিকানা দিয়ে অনুরোধ জানিয়ে রাখতে পারেন। সুবিধামতো সময়ে ই-মেইলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
আর দশটা সোশ্যাল নেটওয়ার্কের মতো এলোতেও ছবি বা লেখা দেওয়া যায়, কমেন্ট করা যায়, বন্ধু বানানো যায়। অনেকে তো একে টাম্বলার ও টুইটারের সমন্বিত রূপ মনে করেন। টাম্বলারের মতো দীর্ঘ বা ক্ষুদ্র লেখা ও ছবি পোস্ট করা যায় আবার টুইটারের মতো ইউজার আইডি দিয়ে কাউকে ‘@মেনশন’ করা যায়। নতুন তবে কী?
এলোর নকশা একদম সাদাসিধে। ওয়েবসাইটের নকশা না, বরং ব্যবহারকারীর নিজের বিষয় বা কন্টেন্ট যেন প্রাধান্য পায়, তাই এমনটা করা হয়েছে। লাইকের পরিবর্তে ‘লাভ’ বাটন সুবিধা যোগ করা হচ্ছে, যার মাধ্যমে কোনো কিছু পরে পড়ার জন্য রেখে দেওয়া যাবে। এলোতে ফ্রেন্ডস ও নয়েজ নামে দুটি ট্যাব থাকছে। ফ্রেন্ডস ট্যাবের পোস্টগুলোর সম্পূর্ণ লেখা একের পর এক দেখালেও নয়েজ ট্যাবের পোস্টগুলো সংক্ষিপ্ত আকারে দেখাবে, আপনার প্রয়োজনমতো ক্লিক করে সম্পূর্ণ পোস্ট পড়তে পারবেন। আপনার জন্য গুরুত্বপূর্ণ পোস্টগুলো যেন আগে চোখে পড়ে, সে জন্য এমন ব্যবস্থা। ইচ্ছামতো যে কাউকে তাদের না জানিয়েই ফ্রেন্ডস বা নয়েজ তালিকায় রাখতে পারেন। লেখাগুলো প্রয়োজন অনুযায়ী বোল্ড বা ইটালিক, লিংক যোগ করা, এমনকি তালিকা আকারেও প্রকাশের সুযোগ থাকছে।
এলোতে এখনো কাজ চলছে। পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করতে এখনো কিছুটা সময় লাগবে। ব্যবহারকারীরা কিছু সমস্যা পাচ্ছেন মাঝে মাঝে। বেটা সংস্করণে এমনটা হওয়া অস্বাভাবিক কিছু না। এ ছাড়া নতুন কী কী সুবিধা যোগ হতে যাচ্ছে, তার একটা তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটটিতে। অডিও-ভিডিও অন্তর্ভুক্তি, মোবাইল অ্যাপস তৈরি, কাউকে ব্লক করাসহ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা যোগ করা হবে শিগগিরই। বিস্তারিত এলর ওয়েবসাইটে পাওয়া যাবে।
সম্পূর্ণ বিনা মূল্যে এেলা কীভাবে চলবে, এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, এমন গুঞ্জন উঠেছিল। প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে জানানো হয়, এলোতে মাঝে মাঝে কিছু ‘অফার’ দেওয়া হবে, যার মাধ্যমে খুবই নগণ্য ফির বিনিময়ে নিজের প্রোফাইলে কিছু অনন্য সুবিধা যোগ করা যাবে। তবে এগুলো ঐচ্ছিক এবং এলো পরিচালনার খরচ চালানোর জন্যই করা হবে। যে কেউ চাইলে বিনা মূল্যে এলো চালিয়ে যেতে পারবেন। বর্তমান পৃথিবীতে সবকিছুর পেছনে যেখানে পুঁজিবাদ মুখ্য হয়ে উঠেছে, সেখানে এলো কখনো ব্যবহারকারীর তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করবে না বলে প্রতিজ্ঞ। কিন্তু প্রভাবশালী অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে প্রতিযোগিতায় নিজের অবস্থান কতটা পাকাপোক্ত করতে পারবে, সময় তা বলে দেবে।
তথ্যসূত্র: ইন্টারনেট
সম্পূর্ণ পড়ুন
চাঁদপুর প্রতিদিন

পাওয়া যাচ্ছে উইন্ডোজ ১০ প্রাক্–সংস্করণ

  চাঁদপুর প্রতিদিন      Saturday, October 18, 2014     খবর , টিপস এন্ড ট্রিকস      No comments   
জল্পনা-কল্পনা চলছিল অনেক দিন ধরেই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আসছে ঠিকই কিন্তু এর নাম নিয়েই কেবল যা একটু সংশয় ছিল। বিশেষজ্ঞদের মতে, মাইক্রোসফটের আনকোরা নতুন এ অপারেটিং সিস্টেমের নাম হতে পারে উইন্ডোজ ৯, যা প্রতিষ্ঠানটির ভেতরে ‘থ্রেশোল্ড’ সাংকেতিক নামেই পরিচিত ছিল। অনেকে আবার বলাবলি করছিলেন, হয়তো নামের শেষে কোনো সংখ্যাই থাকবে না, শুধু উইন্ডোজ নামেই আসছে নতুন এই অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট গত ৩০ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে শেষ পর্যন্ত একটা চমকই উপহার দিল। উইন্ডোজ ৯ নামটি রিসাইকেল বিনে ফেলে দিয়ে সরাসরি উইন্ডোজ ১০ ঘোষণা দিয়ে বসল। আর ঠিক এক দিন পরই ডেভেলপার, প্রফেশনাল এবং এন্টারপ্রাইজসহ আগ্রহী ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক (বেটা) সংস্করণ উইন্ডোজ ১০-এর কারিগরি প্রাক্‌-সংস্করণ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে মাইক্রোসফট।
নতুন এই অপারেটিং সিস্টেমটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন সুবিধাগুলো পরীক্ষামূলকভাবে যাচাই করে দেখতেই কেবল এটি নামিয়ে ইনস্টল করা যেতে পারে। ইমেজ ফাইল (আইএসও) আকারে এর প্রাক্‌-সংস্করণ নামানো যাচ্ছে। ভার্চুয়াল মেশিন বা সম্পূর্ণ নতুন ইনস্টল অথবা বর্তমানে চালু থাকা উইন্ডোজ ৮.১ থেকে হালনাগাদের মাধ্যমে উইন্ডোজ ১০ ইনস্টল করা যাবে। কিন্তু এখনই সেটি গুরুত্বপূর্ণ, পেশাগত বা ব্যবসায়িক কাজে সরাসরি ব্যবহার করা ঠিক হবে না। যেহতেু এটা পরীক্ষামূলক সংস্করণ, তাই এতে বিভিন্ন সফটওয়্যার ত্রুটি থাকতে পারে। প্রযুক্তি বিষয়ে আগ্রহী ব্যবহারকারীরা চাইলে এখনই এটি নামিয়ে এর স্বাদ নিতে পারবেন। উইন্ডোজ ১০ নামানো যাবে http://goo.gl/nLNujM ওয়েব ঠিকানা থেকে। এখান থেকে এর কি নম্বর সংরক্ষণ করে নিচে থাকা ইংরেজি ভাষার সারি থেকে নিজেদের সিস্টেমের ৩২ বা ৬৪ বিটের ধরন অনুযায়ী নামিয়ে কলামের নিচের লিংকে ক্লিক করে সরাসরি আইএসও আকারে নামানো যাবে। আবার উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ ৩২ বিট (আকার ৩.১৬ গিগাবাইট) সরাসরি পাওয়া যাবে  http://goo.gl/sMWJPx এবং ৬৪ বিট সংস্করণটি (আকার ৪.১ গিগাবাইট) পাওয়া যাবে  http://goo.gl/dUTKop ঠিকানার ওয়েব লিংক থেকে।
উইন্ডোজপ্রেমীরা উইন্ডোজ ৮ সংস্করণের যেসব বিষয় নিয়ে হতাশ ছিল, তার সবই এখন উইন্ডোজ ১০ সংস্করণে চলে আসছে। সবচেয়ে বড় অভিযোগ ছিল, স্টার্ট মেনু না থাকা এবং ডেস্কটপের কি-বোর্ড মাউস দিয়ে সহজে ব্যবহারোপযোগী না থাকা। আর এখন মাইক্রোসফট যে পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে অদূর ভবিষ্যতে হয়তো ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন বা ট্যাবলেট সব ধরনের যন্ত্রে উইন্ডোজের একটি মাত্র প্ল্যাটফরম এবং অ্যাপ স্টোর থাকবে। ধারণা করা হচ্ছে, নতুন এই অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ সাতের মতোই সফল হবে।
সম্পূর্ণ পড়ুন

Tuesday, October 14, 2014

চাঁদপুর প্রতিদিন

আপনার কম্পিউটার থেকে ইন্টারনেট শেয়ার করুন অ্যান্ড্রয়েড ফোনে!!!

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, October 14, 2014     টিউটোরিয়াল , টিপস এন্ড ট্রিকস , ডাউনলোড      No comments   
আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা নয় বিশ্বাস করি আপনারা সকলে ভাল আছেন। আর আমি আপনাদের সকলের দুরত্ব সাফল্য কামনা করে আমার এই প্রযুক্তি নির্ভর টিপসটি শেয়ার করছি। কেননা আমরা অনেকে জাভা বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। কিন্তু আসলে আমরা জানি না কম্পিউটার হতে কিভাবে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। তা আসলে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। আপনারা তাহলে দেখুন ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করছি। 



আর এই পদ্ধতি মোতাবেক কাজ করতে হলে নিচের এই সফটওয়্যার টি আপনাদের কিছুটা হলোও কাজে লাগবে। তাই সফটওয়্যারটি ডাউনলোড করুন্। ডাউনলোড  লিংক টিকে প্রবেশ করুন। 

৳  প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন ডাটা ক্যাবল দিয়ে সংযুক্ত করুন। এবার ডিবাগিং মুড চালু করুন। যেমন>>> সেটিং >>> Applications>>> Development >>> USB Debugging>>> Turn on


৳ উপরের লিংক হতে ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করুন এবং আপনার AndroidTool.exe প্রোগ্রাম রান করান।


৳ Android reverse tethering Utility  এ থেকে ‍"ডিভাইস নির্বাচন" আপনার ফোন নির্বাচন করুন। এরপর "Select DNS to use" থেকে আপনি যে কোন একটি DNS নির্বাচন করুন।


৳ এর পর Connect বাটনে ক্লিক করুন। এবার আপনার ফোনে প্রয়োজনীয় অ্যাপ সফটওয়্যার ইন্সষ্টল শুরু হবে। কিন্তু যদি সফটওয়্যার ইন্সষ্টল করার সময় কোন রকম ত্রুটি দেখা দেয় তাহলে আবার প্রথম থেকে শুরু করবেন।


৳ আপনার ফোনে প্রয়োজনীয় অ্যাপ সফটওয়্যার ইন্সষ্টল হযে গেলে রুট অ্যাক্সেস চাইবে। কিন্তু সেখানে আপনি নিচের চিত্রের ন্যায় "Grant" বাটনে ক্লিক করার পর আপনার ফোনটি ইন্টারনেট ব্যবহারের উপযোগী হবে।


৳ এবার এ ভাবে আপনি ইন্টারনেট ব্যবহার করার সয়স নিচের চিত্রের ন্যায় ম্যাসেজ দেখতে পাবেন। কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নাই আপনারা OK বাটনে ক্লিক করে আপনার কাজ পুনরায় চালিয়ে যাবেন।



আর এই টিউন টি প্রথমে প্রিয়টেক এবং দিঢাকাটাইমস্‌

আপনাদের সকলে সার্বিক মঙ্গল কামনা করে আমি আজকের মত পোষ্ট করা থেকে বিদায় নিলাম। আর নতুন পোষ্ট না করা পর্যন্ত আপনারা সকলে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

সম্পূর্ণ পড়ুন

Saturday, October 11, 2014

চাঁদপুর প্রতিদিন

এক্ষুনি ফ্রি ডাউনলোড করুন অসাধারন ব্লগার থীম!!!

  চাঁদপুর প্রতিদিন      Saturday, October 11, 2014     টেম্পেলেট , ডাউনলোড , ব্লগার      No comments   
আস-সালামালাই কুম আপনারা সকলে কেমন আছেন। আমি জানি আপনারা সকলে ভাল আছেন। আর আমি আপনাদের সকলের দোয়া নিয়ে ভাল আছি। আজি আমি দীর্ঘ দিন পর আপনার সাথে নতুন কিছু নিয়ে হাজির হায়েছি। কেননা কাজের সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থাকতে বিধায় নিয়মিত আপনাদের সাথে কোন ভাবে যোগাযোগ করা সম্ভব হয় না। তাই আর লেখা বিস্তারিত না করছি না । আজ আমি আপনাদের সাথে একটি ব্লগার থীম নিয়ে আলোচনা করবো। নিচের চিত্র দেখলে আপনারা কিছু টা হলেও বুঝতে পারবেন। আসলে থীমটা কতটা কাজের। থীমটি দেখুন তাহলে>>>


থীমটি লাইভ ডেমো দেখতে এখানে ক্লিক করুন।

Some Features detail of SEO Magazine Template:


  • Floating Menu bar with Search  
  • Fully Responsive
  • Mutiple Category posts Widgets  in Footer
  • Magazine styled Home Page
  • Tabbed content Widget for Blogger(Popular,Recent,comments)   
  • Recent Posts widget with Small thumbnails with grabs the image automatically  
  • Popular Posts widget with Small thumbnails with grabs the image automatically  
  • Latest Tweets Widget   
  • Cool page navigation like Word press.  
  • Related post box at the end of every post (To improve Page Views). 
  • Horizontal Category Navigation   
  • Advertisements supported in header and Sidebar(Adsense supported)   
  • Search Engine optimized Blogger Template (SEO)   
  • And More..

এদিকে একটি কথা না বললে নয় আপনাদের সাথে যে থীমটি শেয়ার করছি সেটা $ 10 ডলার মূল্য। কিন্তু আপনাদের কথা মাথায় রেখে সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি উপহার দিচ্ছি।

থীমটি এখান থেকে ডাউনলোড করুন। Responsive SEO Magazine Themes Download Here

আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায নিলাম। খোদা হাফেজ

সম্পূর্ণ পড়ুন

Friday, October 10, 2014

চাঁদপুর প্রতিদিন

ইন্টারনেট হতে এখনো অনেক মানুষ বঞ্চিত! ইন্টারনেটে মানুষের অধিকার: মার্ক জুকারবার্গ

  চাঁদপুর প্রতিদিন      Friday, October 10, 2014     ইন্টারনেট , খবর , ফেসবুক      No comments   
দু’দিনের ভারত সফরে এসে ইন্টারনেট ডট ওআরজি সম্মেলনে বক্তব্য পেশ করলেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। সামিটে বক্তব্য রেখতে গিয়ে জুকারবার্গ বলেন, ১০০ কোটি মানুষ এখনও ইন্টারনেট ব্যবহারের সুবিধে পান না। আগামীকাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ফেসবুকের সিইও।







একনজরে দেখে নেওয়া যাক, কী বললেন জুকারবার্গ-


  • গোটা দুনিয়াকে একসূত্রে বাঁধা কোনও একটি সংস্থা একা করতে পারে না। তার জন্য সবাইকে হাত মেলাতে হবে। সমস্ত বাঁধা ভেঙে ইন্টারনেটের পরিধি আরও বড় করতে হবে।
  • অ্যাপস তৈরি নিয়ে আমরা একটি প্রতিযোগিতা চালু করতে চলেছি।
  • ফেসবুক স্থানীয় ভাষার উপর জোর দেবে।
  • জরুরী পরিষেবার মত করে ভারতে ফ্রি ইন্টারনেট চালু করা উচিৎ: জুকারবার্গ।
  • আঞ্চলিক ভাষার কনটেন্টের ওপর জোর দিচ্ছে ফেসবুক: জুকারবার্গ।
  • শুক্রবার মোদীর সঙ্গে দেখা করে জুকারবার্গ বলবেন গ্রামে কিভাবে ফেসবুক ছড়িয়ে দেওয়া যায়।
  • ভারতে মোট ২২ টি ভাষা আছে। সব ভাষায় যাতে ফেসবুক ব্যবহার করা যায় সেদিকে নজর দিতে চাইছেন জুকারবার্গ।
  • মার্ক জুকারবার্গ: মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হলে উন্নয়ন সহজ হয়।
  • ৬৯% মানুষই জানেন না ইন্টারনেট কী?
  • অনেকে মোবাইল ফোনকে এখনও যোগাযোগের প্রাথমিক ভাবেন।
  • ডেটা প্ল্যান কেনার আগে ভাবুন একে কী কী কাজে ব্যবহার করতে পারবেন।
  • মহিলারা কম ইন্টারনেট ব্যবহার করেন পুরুষদের তুলনায়।
  • ভারত তাদের প্রযুক্তিগত যোগ্যতা প্রমাণ করেছে মঙ্গলায়নে। ভারতে আরও বেশি ইন্টারনেট ব্যবহার হওয়া উচিৎ: জুকারবার্গ।
  • লক্ষ লক্ষ ভারতীয় আছেন যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন না: জুকারবার্গ।
  • যোগযোগ ব্যবস্থা শুধুমাত্র ধনীদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না: জুকারবার্গ।

 তথ্যসূত্র: ইন্টারনেট

তো আজ এই পর্যন্ত। আগামীমে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তত দিন পর্যন্ত আপনার আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
সম্পূর্ণ পড়ুন
চাঁদপুর প্রতিদিন

আমার ব্লগারে মত আপনার ব্লগস্পট ব্লগে Feedbunner Recent Posts ওয়েডগেট যুক্ত করুন!!!

  চাঁদপুর প্রতিদিন      Friday, October 10, 2014     ওয়েডগেট , টিপস এন্ড ট্রিকস , ব্লগার , ব্লগার টিপস      No comments   
আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা নয় বিশ্বাস করছি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আর আমি ও আপনাদের সকলের দোয়া ভালবাসা নিয়ে মোটামুটি ভাল আছি। আর আমি বেশ কিছু দিন আপনাদের সাথে নতুন শেয়ার করতে পারিনি কারণ অনেক কাছে ব্যস্ত ছিলাম। তাই ভাবছি আজ আমি আপনাদের সাথে এই নতুন টিপসটি শেয়ার করবো। যেই কথা সেই কাজ। তাই পোষ্ট লিখতে বসে পড়লাম। তাহলে আমার লেখাকে বিস্তারিত না করে মুল কাজের কথায় ফিরে আসি। দেথুন তাহলে >>>



Live Demo দেখতে এখানে ক্লিক করুন?

কিভাবে আপনার ব্লগস্পট ব্লগে Feedbunner Recent Posts যুক্ত করবেন?

  • প্রথমে আপনারা এই সাইটে প্রবেশ করুন। 
  • তারপর আপনার যদি জিমেইল একাউন্ট লগিন করা না থাকে তাহলে লগিন করুন।আর যদি জিমেইল একাউন্ট লগিন করা থাকে তাহলে একটি ফিডব্যানার এর ড্যার্শবোর্ড দেখতে পাবেন। 
  • এবং আপনারা এই ধরনের এই লিংক দেখতে পারেন। 

http://bloggingjogot.blogspot.com/feeds/posts/default
 
  • উপরের লাল কালার করা স্থানে আপনার সাইটের URL ব্যবহার করবেন। তার Next বাটনে ক্লিক করবেন। তার নিচের চিত্রের মত একটি পেজ দেখতে পাবেন। 



  • এবার আপনার আবার Next বাটলে ক্লিক করার পর নিচের মত একটি পেজ দেখতে পাবেন। 



  • উপরের চিত্রে দুইটি ঘর মার্ক করা স্থানে টিক চিহৃ দিয়ে তার পর Next বাটনে ক্লিক করুন। 


  • এবার আপনারা উপরের চিত্রে মার্ক করা স্থানে ক্লিক করুন এবং তার নিচের চিত্রের বাম পার্শ্বে বেশ কয়টি অপশন দেখতে পাবেন। সেখান থেকে BuzzBoost বাটনে ক্লিক করার পরে নিচের ছবি দেখতে পাবেন। 



  • আপনারা সকলে আপনাদের প্রয়োজন মোতাবেক অপশন গুলো নির্বাচন করবেন এবং তারপর Save/Next বাটনে করলে নিচের চিত্রের মত একটি পেজ দেখতে পাবেন। 


উপরের চিত্রের ভিতরে মার্ক করা যে কোড দেখতে পারেন। যা আপনি তেরি করবেন সেই কোডটুকু আপনার ব্লগে ব্যবহার করবেন।

আপনার কিভাবে যুক্ত করবেন।

  • আপনার ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। 
  • সেখানে ড্রাপ ডাউন মেনু হতে লেআউট বাটনে ক্লিক করুন্ 
  • তার Add Gadget নির্বাচন করুন। 
  • এবার আপনার নতুন একটি উইন্ডোজ দেখতে পাবেন। সেখানে হতে HTML/JavaScript + ক্লিক করার পরে নতুন একটি উইন্ডোজ দেখতে পাবেন। 
  • Content ঘরে আপনার তৈরি করা কোডটুকু কপি পেষ্ট করবেন।

সেভ দিয়ে বের হয়ে আসবেন এবঙ তার আপনার কাজ শেষ হবে । তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মত বিদায় আল্লাহ হাফেজ।


সম্পূর্ণ পড়ুন

Tuesday, October 7, 2014

চাঁদপুর প্রতিদিন

আপনার ব্লগস্পট ব্লগে কিভাবে Google Custom Search বাটন যুক্ত করবেন। [মেগা পোষ্ট]

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, October 7, 2014     ওয়েডগেট , ব্লগার , ব্লগার টিপস      No comments   
আমার সালাম নিবেন। আশা করি পবিত্র ঈদুল আযহা শেষ রাত্রে আপনার ফজর বাদ সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের সকলে শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে ভাল আছি। বন্ধু আপনারা হয়তো বা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আমরা যখন অন্য কারোর ব্লগ সাইট ভিজিট করি তখন দেখা যায় যে সাইডবারে সুন্দর একটা সার্চ বাট। কিন্তু আমরা কথন ভাবি না যে Google Custom Search Button  টি আপনার ব্লগ সাইটে ব্যবহার করা যায়। তাই যেই ভাবা সেই কাজ। আর দেরি না করে মুল কাজের কথায় ফিরে আসি । আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগে যুক্ত করবো। নিচের চিত্রটি দেখলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। 



কিভাবে আপনার ব্লগস্পট সাইটে Google Custom Search বাটন যুক্ত করবেন!


>> আপনার জি-মেইল একাউন্ট লগিন করুন।
>> এবার  আপনার এই লিংকটিতে ক্লিক করুন। [ Google Custom Search ]
>> উপরের লিংকটিতে ক্লিক করার পরে নতুন একটি উইন্ডোজ দেথতে পাবেন। নিচের চিত্রের মত। সেখানে Sites to Search বক্সে আপনার সাইটের URL বসাবেন। কিন্তু HTTP বাদ দিয়ে। 


>> এর পরে আপনি একের অধিক সাইটের URL বসাতে পারেন।
>> এবার আপনার ভাষা ঠিক করে নিন ডিফল্ট হিসাবে English থাকবে সেটাই রেখে দিন ।
>> এবার Create বাটনে ক্লিক করুন।  
>> আপনার কাজ শেষ এবার যে নতুন পেজ আসবে সেখানে দেখুন কিছু HTML কোড পাবেন সেগুলো আপনার ব্লগে ব্যবহার করতে পারেন কাজ হয়ে যাবে । কিন্তু আপনি যদি যান সার্চ বক্সটিকে একটু সুন্দর করে ডিজাইন করবো তাহলে ঐ পেজ এর বাম পাশে Edit search engine এ ক্লিক করে Setup , Look and feel , Search features , Statistics and Logs ,  Business বাটন গুলো ব্যবহার করে বক্সটিকে মনের মতো করে বানিয়ে নিন কাজ খুব সোজা । নীচের চিত্রে দেখুন

>> ডিজাইন এর কাজ হয়েগেলে সেখান থেকে Save & Get code এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন

>> উপরের কাজ ঠিক ভাবে করলেই Get code নামে একটি পেজ আসবে ঠিক ৭ নাম্বার স্টেপ এর মতো । সেই কোড গুলোকে কপি করে নিন । নীচের চিত্রে দেখুন


>> এবার আপনার ব্লগ এর ড্যাশবোর্ড থেকে Layout > Add a Gadget > HTML/Javascript এ ক্লিক করুন অবশ্যই সার্চ আপনি যেখানে রাখবেন সেই Gadget এ ক্লিক করবেন । এবার আপনার কপি করা কোডটি Content ঘরে পেস্ট করে দিন ।

<> ব্যস এবার আপনার কাজ শেষ। আর ভাল লাগলে কমেন্ট করে জানাবেন। তাই আজ এই পর্যন্ত। আপনাদের সকলে সার্বিক মঙ্গল কামনা করে আজকের বিদায় নিলাম। আল্লাহ হফেজ।
[ আর কোন কিন্তু জানার থাকে আপনারা আমাদের গ্রুপ ফেসবুক পেজের সাথে  এবং ফ্যানপেজ যুক্ত থাকুন। ]


সম্পূর্ণ পড়ুন

Sunday, October 5, 2014

চাঁদপুর প্রতিদিন

এসইও (SEO) শেখার জন্য অসাধারণ কিছু ভিডিও ডাউনলোড করুন!!

  চাঁদপুর প্রতিদিন      Sunday, October 5, 2014     এসইও , ডাউনলোড      No comments   
প্রিয় বন্ধুগণ আপনারা সকলে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা নিন। আপনারা সকলে ভাল আছেন। কারন সামনে মুসলমান জনগোষ্ঠী বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই অসাধারণ পোষ্টটি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি আনন্দ সাথে আনন্দের খবর দিতে বেশি পছন্দ করি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের ব্লগ ব্যবহার বলেন না ভিজিট করা বলেন এসইও সম্পর্কে কেউ কম আর বেশি জানি। তো আর এই জানাকে পরিপূর্ণ করার জন্য আমার এই ছোট টিপস। বন্ধুগন অনেক সময় এসইও শেখার জন্য আমাদের বেশ কিছু অর্থ ব্যয় করতে হয়। তাই সেদিকে কথা বাদ দিয়ে আপনাদের জন্য ফ্রি এই ভিডিও গুলো ডাউনলোড লিংক ধাপে ধাপে নিয়ে নিন। তো আর কথা না বাড়িয়ে কাজের কথা ফিরে আসি। তাহলে নিচ থেকে এসইও শেখার ভিডিও গুলো ডাউনলোড করুন।






 আর আমি নিজেই এই ভিডিও গুলো দেখে এসইও শিখি। কেননা এই ভিডিও গুলো ব্রইন নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদনা হয়েছে। আর এখানে লেকচারার দিয়েছে বিশ্ব বিখ্যান এ্যফ্রিলিয়েট বা এসইও (SEO) Expert Matt Bailey। আপনাকে সম্পূর্ণ কোর্সটি শেখার জন্য অর্থ গুনতে হবে ৪১ ডলার যা বাংলা টাকায় দাড়ায় ৩২০০ টাকা। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিচের এই লিংক হতে ঘুরে আসুন। 

http://www.amazon.com/Learning-Search-Engine-Optimization-Introduction/dp/1118466039


কিভাবে এসইও (SEO) ভিডিওগুলো ডাউনলোড করবেন। 



আপনার সকলে ই্‌উটিউব এর মাধ্যমে ভিডিও গুলো ডাউনলোন করতে পারবেন। 


  • SEO Learning Part-1
  • SEO Learning Part-2 
  • SEO Learning Part-3
  • SEO Learning Part-4
  • SEO Learning Part-5

আর বাকি ভিডিওগুলো পরবর্তী পোষ্টে আপনাদের সাথে শেয়ার করবো। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভাল থাকুন। তাহলে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ। 





সম্পূর্ণ পড়ুন

Wednesday, October 1, 2014

চাঁদপুর প্রতিদিন

আপনার ব্লগার ব্লগে Facebook Recommendation Box যুক্ত করুন খুবই সহজে!!!!

  চাঁদপুর প্রতিদিন      Wednesday, October 1, 2014     ওয়েডগেট , টিউটোরিয়াল , ফেসবুক      No comments   
বন্ধুরা আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি একান্তভাবে বিশ্বাস করি আপনারা সকলে এই পড়ন্ত বিকাল নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে বসে আছেন। তাই আমি আপনাদের কথা মাথায় রেখে ফেসবুকের নতুন এই টিপসটি শেয়ার করছি। আর যারা পুরাতন তারা তো অনেক আগ থেকে জানেন। এর আগে এই বিয়ষে বাংলা ভাষা কোন ব্লগ সাইটে যদি কেউ পোষ্ট করে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এই পোষ্ট নতুন ব্লগারদের জন্য লেখা। তো আর কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে আসি। তাহলে শুরু করা যাক। 





কিভাবে আপনার ব্লগার সাইটে Facebook Recommendation Box প্লাগিন্স যুক্ত করবেন।


  • আপনার ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
  • তার পর আপনারা Drop Down Button ক্লিক করুন।
  • Drop Down মেনু হতে Page layout ক্লিক করুন।
  • Layout পেজটি ওপেন হওয়ার পরে Add gadgets বাটনে ক্লিক করুন।
  • Add gadgets নিউ উইন্ডোজ ওপেন হবে এবং সেখান থেকে HTML/JavaScript বাটনে ক্লিক করুন। 
  • তার পরে পেজ টাইটেল ঘরটি ফাকা রেখে কন্টন্টে লেখা ঘরে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন।
<center>
<div id='fb-root'/>
<script>

//<![CDATA[
(function(d, s, id) {
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) return;
js = d.createElement(s); js.id = id;
js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=550805105002906";
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, 'script', 'facebook-jssdk'));
//]]>
</script>

<div class="fb-recommendations" data-site="http://bloggingjogot.blogspot.com" data-action="likes, recommends" data-height="400" data-colorscheme="light" data-header="true"></div>
</div></center>


কিভাবে আপনারা ওয়েডগেট টি কাষ্টমাইজ করবেন।



  • কোড এর ভিতর লাল চিহৃ স্থানে আপনার ওয়েব সাইটে URL বসাবেন।

ব্যস এবার আপনার কাজ শেষ। আপনারা সকলে ভাল থাকুন এই কামনা করে ব্লগিং জগৎ হতে আজকের মত বিদায় জানাচ্ছি। আপনারা সকলে সার্বিক সুস্থতা কামনা করে লেখা হতে বিরত। আল্লাহ হাফেজ।


সম্পূর্ণ পড়ুন
চাঁদপুর প্রতিদিন

অনলাইন আয় করতে চান? অনলাইন আয় করুন লিংক শেয়ারিং এর মাধ্যমে।

  চাঁদপুর প্রতিদিন      Wednesday, October 1, 2014     অনলাইন আয় , আউটসোসিং , ইন্টারনেট      No comments   
আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি দীর্ঘ সময় ধরে আপনাদের প্রিয় ব্লগ ব্লগিং জগৎ সাইটে কোন ধরণের লেখা আপনাদের সাথে শেয়ার করতে না পারার জন্য আন্তরিকভাবে দঃখিত। কারণ আমি অফিসিয়াল কাজে জড়িয়ে পড়েছিলাম। কারন সামনে পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে আমার অফিসে কাজের অনেক চাপ ছিল। তাই বন্ধুরা আমি আপনাদের নতুন একটি টিপস শেয়ার করছি। আমরা অনেকে নেট নিয়ে বসে থাকি। কিন্তু আসলে আমরা অনেকে জানি না ছোট ছোট কাজ করে অনলাইনে আয় করা যায়। তাই আমি আপনাদের সাথে তেমনি একটি সাইট এর নাম শেয়ার করছি। তাই আর লেখার ভিতরে বিস্তারিত না করে মুল কাজের কথায় ফিরে আসি। আর তাই কিভাবে আয় করতে থাকুন। 



আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে টাকা আয় করবেন?


  • প্রথামে আপনারা এই সাইটে প্রবেশ করুন। 
  • দ্বিতীয়ত্ব আপনারা সাইটের হোম পেজে Make a Account বাটনে ক্লিক করুন। 
  • তার পর আপনারা Make a Account বাটনে ক্লিক করার পর একটি পেজ দেখাবে। সেখানে নিচের চিত্রের মত দেখাবে। 



  • আপনার ইমেইল আইডিতে প্রবেশ করুন। সেখানে আপনার একটা মেইল পাঠবে। মেইলটি ওপেন করুন এবং উক্ত লিংক টিতে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে। তার আপনার ভেরিফাই একাউন্টটি সচল হবে।

  • তার আপনারএকাউন্ট করার সময় ইউজারনেম ও পাসওয়ার্ড ভিতরে প্রবেশ করুন। তার একটি বক্স এর ভিতর রিফালেন্স লিংক দেখাবে। সেই লিংকটি কপি করে বিভিন্ন সামাজিক সাইটে শেয়ার করবেন। দেখবেন আপনার একাউন্টে ডলার জমা হচ্ছে।

আপনি উক্ত লিংকটি কোথায় কোথায় ব্যবহার করবেন।

>> ফেসবুক, >> টুইটার,  >> ফেসবুক কমেন্ট, >> টুইটার কমেন্ট, >> গুগল প্লাস, >> ফোরাম পোষ্টিং, >> বিভিন্ন সাইটে কমেন্ট এর মাধ্যমে আপনি অনায়াসে ডলার আয় করতে পারবেন। 

আপনি কত ডলার হলে ডলার/ টাকা তুলতে পারবেন।

  • বন্ধুরা আপনারা মিনিমাম $ 300 Dollar হলে আপনার একাউন্ট করার সময় যে নাম ব্যবহার করেছেন সেই নামে আপনার ঠিকানায় চেক পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোন ব্যাংক হতে আপনি এই চেক ভাঙ্গাতে পারবেন।

আপনারা কোন কোন মাধ্যমে ডলার গ্রহন করবেন।

** চেক, ** পেপাল, ** মানিবুকার্স, **ওয়েটার্ন ইউনিয়ন ইত্যাদি


ব্যস কাজ শেষ। তাই আমি আজকের মত পোষ্ট করা থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।


সম্পূর্ণ পড়ুন
Tuner Tunes- এর সকল সোস্যাল মিডিয়া সমুহ

সরাসরি ই-মেইলে আপডেট পোষ্ট পেতে চাইলে!

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • দেবের হিট মুভি যোদ্ধা (Yoddha) ফুল HD মুভি ডাউনলোড করেনিন আজই !!
    বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আমি আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি দেবের যোদ্ধা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলা...
  • নিয়ে নিন ১ ডজন তরুন প্রোগামাদের নিয়ে লেখা ই-বুক!! প্রোগ্রামিং শেখার জন্য কাজে আসবে!!!!
    কেমন আছেন সবাই। আশা করি আপনারা সকলে এই সুন্দর পৃথিবীতে ভালই আছেন। আর আমি আপনাদের সকলের দোয়া নিয়ে মোটামুটি ভাল আছি। আর বন্ধুরা আজ আমি আপনাদের...
  • ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি !
    ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে ...
  • ভাইরাস আছে কিনা জেনে ওয়েব সাইট ভিজিট করুন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় আমি একান্ত বিশ্বাস করি আপনারা যারা কোন না কোন সময় নতুন কিছু জানার আগ্রহ নিয়ে ব্লগ সাইট বা নিউজ সাইট ভিজিট ক...
  • আপনার ফেসবুক একাউন্টটি সুরক্ষার রাখতে কি করবেন?
    আসসালামমাইকুস, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল। আর আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি। আপনারা হয়তো বা এতক্ষনে বুঝতে ...
  • পারবো না আমি ছাড়তে তোকে " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও কলকাতা গান !
    পারবো না আমি ছাড়তে তোকে   " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও নতুন কলকাতা মুভি গান ডাউনলোড করেনিন।  পারবো না আমি ছাড়তে তোকে ...
  • 2016 সালের জন্য সেরা কিছু বুকমার্ক সোস্যাল ওয়েব সাইট লিষ্ট দেখে নিন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাখে ২০১৬ সালের পেজ Ranks অনুসারে আপনাদের জন্য কিছু ওয়েব সাইট লিংক...

Comments

Coming Soon.....

Blog Archive

  • January (1)
  • March (9)
  • February (1)
  • January (1)
  • December (3)
  • November (2)
  • October (5)
  • September (6)
  • August (31)
  • July (29)
  • June (17)
  • May (3)
  • April (11)
  • March (13)
  • February (18)
  • January (15)
  • December (2)
  • November (1)
  • October (10)
  • September (16)
  • August (10)
  • July (8)
  • June (34)
  • May (2)

আমাদের সম্পর্কে কিছু কথা

হ্যালো ফ্রেন্ডস, আমি ব্লগার মোঃ আনোয়ার হোসেন। বর্তমানে যশোর জেলার মনিরামপুর উপজেলার এক প্রান্ত অঞ্চলে বসবাস করছি। ব্লগে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে অনলাইনে সবার সাথে শেয়ার করতে ভালবাসি। আমি ওয়েব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন করতে খুবই পছন্দ করি। এই জন্য আমাকে একজন এসইও কনসালটেন্ট ও গ্রাফিক্স ডিজাইনারও বলতে পারেন। আমাদের এই সাইটটি ব্লগারের নবাগত ব্লগিং ও সকল ধরনের নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদানের একটি স্বপ্ন নিয়ে আমি ও আমার এক বড় ভাই মেহেদী হাসান এবং মোঃ কামরুল আলম রাসেল বিস্তারিত পড়ুন..

আমাদের অন্য স্টাফ সম্পর্কে

মেহেদী হাসান ও মোঃ কামরুল আলম রাসেল আমাদের নেটওয়ার্কের আওতায় সব সাইটে সক্রিয়ভাবে কাজ করে। সে আমার বন্ধু সার্কেল এবং খুবই কাছের বন্ধুও বটে। সে তার যে কোন কাজে সব সময় সৃজনশীলতার পরিচয় দেয়। বিশেষ করে আমাদের সাইটের কোন প্রকার সমস্যা কিংবা কোন পার্সনাল কাজের প্রয়োজনে সে আমাকে খুবই সক্রিয়ভাবে সহায়তা করে। সে অনলাইন থেকে আয় করার বিষয়ে খুবই অভিজ্ঞ। সেও ব্লগ পড়তে এবং লিখতে খুবই ভালোবাসে। বর্তমানে সে মনিরামপুর একটি আইটি ফার্মের সাখে সক্রিয়ভাবে জড়িত। তাদের সম্পর্কে বিস্তারিত পড়ুন..

সর্বশেষ মন্তব্য কারী

Copyright © AROHI ™ All Rights Reserved |